ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাজারে আগুন লেগে পুড়ল সাত দোকান

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৬ মার্চ ২০১৯

সাতক্ষীরার তালার কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৭টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই ব্যবসায়ী ও স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন।

বাজারের ব্যবসায়ী জলিল সরদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তার দোকানসহ বিশ্বনাথ সাধু, শক্তি সাধু, জলিল সরদার, শেখ আবু সাঈদ, তৌহিদুল ইসলাম তরাব, কামাল মোল্লা ও মনোকরের মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই ওয়াজ মাহফিল চলছিল। তাৎক্ষণিক ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

Tala-Fire

তালা থানা পুলিশের ওসি মেহেদী রাসেল বলেন, আগুন বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কয়েকটি দোকান পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

আরও পড়ুন