তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া এলাকায় তিস্তা নদী থেকে এক অজ্ঞাত (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২ টায় এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তিস্তা নদীর তীর ঘেঁষে স্থানীয় লোকজন এক যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। এ সময় পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ তিস্তা নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, থানা তদন্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন।
রবিউল হাসান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা
- ২ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ৩ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৪ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৫ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা