ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৭ম শ্রেণির ছাত্রীর বিয়ের আসর থেকে বর ধরা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৮ মার্চ ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আসর থেকে বরসহ তিনজনকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে সদর উপজেলার বাবুডাইং এলাকার টিপু সুলতানের বাড়িতে বাল্য বিয়ের খবরে অভিযান পরিচালনা ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। এ সময় তিনি বর এবং কনের বাবাকে ছয় মাস করে এবং কাজিকে দুই মাসের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বাবুডাইং গ্রামের কনের বাবা টিপু সুলতান (৪০), বাখরআলী গ্রামের দুলালের ছেলে বর আব্দুল জলিল (২৪) এবং সূর্যনারায়য়পুর এলাকার কাজি মো. লিয়াকত আলীর ছেলে মো. জামাল আলী (৪২)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) ইদ্রিশ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার বাবুডাইং এলাকায় টিপু সুলতান তার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে দিচ্ছেন- স্থানীয়দের মাধ্যমে এমন অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরে তিনি বরসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন