স্যান্ডেলের ভেতর দুই হাজার ইয়াবা
অভিনব কায়দায় স্যান্ডেলের ভেতর রাখা দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুল গফুর (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুল গফুর কক্সবাজারের পেকুয়া থানার রাজখালী উলুদিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহেদুজ্জামান জানান, আব্দুল গফুর কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সিরাজগঞ্জে আসছিলেন। খবর পেয়ে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্যান্ডেলের ভেতরে অভিনব কায়দায় রাখা দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস