ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিকল ট্রাকে পিকআপের ধাক্কায় চালক নিহত

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৪ মার্চ ২০১৯

দিনাজপুর-রংপুর মহাসড়কের নশিপুর জামতলীতে বিকল ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপ চালক গোলাম মোস্তফা (৫১) নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর জামতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা জয়পুরহাট সদর উপজেলার দোগাছী গ্রামের মৃত আফাঝ উদ্দিনের ছেলে। আহতরা হলেন- বেলাল হোসেন (৫২), স্বাধীন ( ২৮) ও শহিদুল ইসলাম( ৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক দিনাজপুর সদর উপজেলার নশিপুর জামতলীতে সামনের চাকা পাংচার হয়ে মহাসড়কের ওপর বিকল হয়ে য়ায়। ট্রাকের চালক ও হেলপাররা চাকাটি পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া একটি মাছের পিকআপ বিকল ট্রাকটিকে সামনের দিকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও হেলপাররা ছিটকে রাস্তার ওপরে পড়ে যান। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে তাদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকআপের চালক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম

আরও পড়ুন