ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গভীর সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ এপ্রিল ২০১৯

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পাঁচ লাখ পিস ইয়াবাসহ দুটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় দুইজনকে আটক করা হয়। মঙ্গলবার রাতে রামনাবাদ চ্যানেলের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের পটুয়াখালীর নিজামপুর স্টেশনের সিনিয়র এসটিপিও অফিসার মো. এনামুল হক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামনাবাদ চ্যানেলের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ দুটি ট্রলার এবং টিপু (৩০) ও মো. মোশাররফকে (৫০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বাড়ি কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নে। এ বিষয়ে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

আরও পড়ুন