ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৯ মে ২০১৯

পিরোজপুরে তিন মাদক ব্যবসায়ীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার আব্দুল মান্নান (৪৪), শরিফুল ইসলাম (৩২) ও ইকবাল হোসেন (৩০)। রায় ঘোষণার সময় আব্দুল মান্নান আদালতে উপস্থিত ছিলেন। শরিফুল ইসলাম ও ইকবাল হোসেন পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জহুরুল ইসলাম রায়ের সত্যতা নিশ্চত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় মোটরসাইকেলে যাওয়ার সময় তিনজনকে আটক করে তল্লাশি করলে পুলিশ তাদের সঙ্গে তিন লিটার ফেনসিডিল পায়। এ ঘটনায় পিরোজপুর সদর থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম বাদী তিন জনের বিরুদ্ধে মামলা করেন।

আরএআর/জেআইএম

আরও পড়ুন