ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এবার কৃষকের ধান কেটে দিলেন ফরিদপুরের এমপি

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০১:০৬ এএম, ০২ জুন ২০১৯

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক কৃষকের ধান কেটে দিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন।

শনিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের ওই কৃষকের ক্ষেতের ধান কেটে দেন সাংসদ ও আওয়ামী লীগের নেতারা।

এ সময় সাংসদের সঙ্গে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, আ.লীগ নেতা আতিয়ার রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাশারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেব প্রসাদ রায় জানান, কামালদিয়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের অসহায় কৃষক ফাইজুল শেখের জমিতে ধান কেটে দেন সাংসদ ও আ.লীগের নেতৃবৃন্দ। অসহায় কৃষকদের পাশে সাংসদসহ সবাই থাকবেন বলে জানান তিনি।

southeast

এর আগে দুপুরে মধুখালী খাদ্য গুদামের সামনে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন করেন সাংসদ মনজুর হোসেন। পরে উপজেলা মিলনায়তনে প্রতিবন্ধী, অসুস্থ, বিধবাসহ বিভিন্ন ভাতাভোগীদের হাতে ভাতা তুলে দেন তিনি।

ভাতা বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন সাংসদ মনজুর হোসেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়াসহ প্রশাসনের কর্মকর্তা ও আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বি কে সিকদার সজল/এমএসএইচ

আরও পড়ুন