হাতুড়ি পেটায় ছাত্রলীগ নেতাকে খুন
নাটোরের বড়াইগ্রামে সোহেল রানা নামে এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি পেটা করেছেন কয়েকজন যুবক। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রোববার (২ জুন) সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর এলাকার মহিষভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা মহিষডাঙ্গা গ্রামের খলিল প্রামাণিকের ছেলে ও বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
এলাকাবাসীরা জানান, বিকেলে ঈদগাহ মাঠের টাকা কে তুলবে তা নিয়ে সোহেল রানার সঙ্গে কয়েকজন বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেলকে তারা হাতুড়ি দিয়ে পেটালে তিনি গুরুতর জখম হন। পরে আত্মীয়-স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিতে চাইলে পথে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, তিনি ঘটনাটি জানার পরপরই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে দিকে রওনা দিয়েছেন।
রেজাউল করিম রেজা/এসআর