অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা
রংপুর নগরীর কলেজপাড়ায় গলায় ফাঁস দিয়ে আরাফাত হোসেন (২৫) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (৩ জুন) রাত সোয়া ১১টার দিকে কলেজপাড়ার আকবারিয়া জামে মসজিদ সংলগ্ন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরাফাত হোসেন ভূমি কর্মকর্তা মরহুম ওয়াদুদ আলীর ছেলে। তিনি কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, পারিবারের সঙ্গে অভিমান করে আরাফাত জিআই তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার আরাফাতকে ‘অসুস্থ’ বলে দাবি করছে।
ঘটনাস্থল পরিদর্শন করে তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আরাফাত হোসেন এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি।
এসআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান