বেশি ভাড়া আদায়, আরিচা-পাটুরিয়ায় গাড়ি ধরে জরিমানা
মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে কয়েকটি পরিবহনকে প্রায় ৩৮ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়।
শনিবার দিনভর এই অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এএফএম ফিরোজ মাহমুদ।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া এবং আরিচা ঘাট থেকে ঢাকা রুটের পরিবহনে মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ে করছে এমন সংবাদের ভিত্তিতে এই দুই ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এ দুটি রুট থেকে মানিকগঞ্জ, নবীনগর, গাবতলী ও ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের দ্বিগুণ ভাড়া রাখার অপরাধে নীলাচল, শুভযাত্রা, লাক্সারি, জিহালসহ বেশকিছু পরিবহনকে মোট ১৫টি মামলায় ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়।
এছাড়া দুটি রুটের পরিবহন মালিক-চালকদের নির্ধারিত হারে ভাড়া আদায়ের জন্য সতর্ক করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন যদি অতিরিক্ত ভাড়া দাবি করে তাহলে যাত্রীদের উভয় ঘাটেই বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশাসনের কন্ট্রোলরুমে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
বি.এম খোরশেদ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের