ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিলয় হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নিলয় ওই এলাকার রেজাউল করিমের ছেলে এবং কামারজানি মার্চেন্ট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে নিলয় তার দুই বন্ধু শাকিল ও রানার সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। গোসল শেষে রানা ও শাকিল পানি থেকে পাড়ে উঠে পোশাক পাল্টানোর সময় নিলয়কে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। তারা অনেক খোঁজাখুঁজি করেও নিলয়ের সন্ধান পায়নি।
পরে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে নিলয়ের সন্ধান করতে থাকে। কিন্তু বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কামারজানিতে এসে পৌঁছায়নি।
জাহিদ খন্দকার/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে