‘এবার কোনো আম-কাঁঠাল খেতে পাইনি’
‘আমাদের বাড়ির পাশে ইটভাটা গড়ে ওঠায় বাড়ির সব গাছের ফল পচে যাচ্ছে। এবার আমরা কোনো আম-কাঁঠাল খেতে পাইনি। আর ইটভাটার ধোঁয়ার কারণে চোখ জ্বালা-পোড়া করে। ঠিকমতো পড়ালেখাও করতে পারি না।’
শনিবার (১৫ জুন) দুপুরে গাইবান্ধা সদর উপজেলায় এক মানববন্ধনে অংশ নিয়ে এসব অভিযোগ করে স্থানীয় কাবিলের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র রাহাদ সরকার।
ঘনবসতিপূর্ণ এলাকায় নীতিবহির্ভূতভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধা-ধর্মপুর উপমহাসড়কের কাবিলের বাজারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।

এসময় ইটভাটার কারণে নষ্ট হওয়া আম, কাঁঠাল, কলাসহ বিভিন্ন ফল রাস্তায় ছড়িয়ে দিয়ে প্রতিবাদ জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় ইটভাটা গড়ে ওঠায় জমির ফসল নষ্ট হচ্ছে, গাছের ফল পচে যাচ্ছে। শিশুসহ বয়োজ্যেষ্ঠদের শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া বিভিন্নভাবে পরিবেশ দূষণ হচ্ছে। কাজেই অনতিবিলম্বে এসব ইটভাটা বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, স্থানীয় বাসিন্দা আসোয়াদ আলী, জাহাঙ্গীর মাস্টার প্রমুখ। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জাহিদ খন্দকার/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে