গাইবান্ধায় নৌকাডুবিতে নারীর মৃত্যু, নিখোঁজ ১
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে ময়না বেগম (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুপবান বেগম (৩৪) নামের আরেক নারী নিখোঁজ রয়েছেন। রোববার সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গা এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।
মৃত ময়না বেগম ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের মানিককোড় গ্রামের ফয়জুল মিয়ার স্ত্রী। নিখোঁজ রুপবান বেগম একই গ্রামের মালেক মিয়ার স্ত্রী।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ বলেন, রোববার সন্ধ্যায় শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা ১০-১২ জন যাত্রী নিয়ে ফুলছড়ির বালাসিঘাট থেকে উজালডাঙ্গা মানিক চর এলাকায় যাচ্ছিল। ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের সঙ্গে ঢেউয়ের ধাক্কায় নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাঁতার কেটে তীরে আসলেও ময়না বেগমের মৃত্যু হয়। এ সময় রুপবান বেগম পানিতে ডুবে নিখোঁজ হন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান চেয়ারম্যান সেলিম পারভেজ।
জাহিদ খন্দকার/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে