ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি আব্দুস সালামকে রায় ঘোষণার ৪ ঘণ্টা পর আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সত্রাজিতপুর এলাকার নিজ বাড়ি থেকে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি পিস্তল জব্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম হত্যা মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আট আসামির উপস্থিতিতে নয়জনকে মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এই মামলায় আব্দুস সালাম পলাতক ছিলেন।
মোহা. আব্দুল্লাহ/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক