একসঙ্গে দুই ভাইয়ের করুণ মৃত্যু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
তারা হলো- গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে নাইম (৪) ও রহনপুর পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার মিজানুর রহমানের ছেলে সাইয়ুম (৫)। শিশু নাইম ও সাইয়ুম মামাতো-ফুপাতো ভাই।
মৃত দুই শিশুর পরিবার ও পুলিশ জানায়, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে নানির বাড়ি বেড়াতে যায় দুই শিশু। মঙ্গলবার দুপুর ১টার দিকে গোসল করার জন্য নাইম ও সাইয়ুম পুকুরে নামে এবং ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক