আম পাড়তে গিয়ে প্রাণ গেল সাগরের
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাগর (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগর ভোলাহাট উপজেলার উলাডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে।
ভোলাহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মিজানুর রহমান জানান, উলাডাঙ্গা গ্রামের একটি গাছে শুক্রবার দুপুর ১২টার দিকে আম পাড়তে ওঠে সাগর। এ সময় পাশের পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহ/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিদ্যুতের অপরিকল্পিত খুঁটি-তারে ঝুঁকিতে চাঁদপুর শহরবাসী
- ২ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ৩ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৪ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৫ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী