উত্তাল বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার, নিখোঁজ ১
বৈরী আবহাওয়ায় উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এ অবস্থায় বঙ্গোপসাগরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জেলেদের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রবিন হোসেন (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে রবিন হোসেনকে উদ্ধারে শনিবার সকাল থেকে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উত্তাল বঙ্গোপসাগরে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এ সময় ঝড়ে ঢেউয়ের তোড়ে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামের সোহরাব প্যাদার মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলার ডুবে রবিন হোসেন নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার ডুবে রবিন হোসেন নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা