মঙ্গলবার রোয়াংছড়িতে আ.লীগের অর্ধদিবস হরতাল
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমাকে (৫০) গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুলাই) রোয়াংছড়িতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার রাত ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী।
এদিকে আওয়ামী লীগের এই নেতাকে হত্যার প্রতিবাদে আজ বিকেলে বান্দরবান জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন > বান্দরবানেও আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
প্রসঙ্গত, আজ দুপুরে মোটরসাইকেলে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদরে যাওয়ার পথে আলেক্ষ্যং রাস্তার মোড়ে আওয়ামী লীগ নেতা মংমং থোয়াই মারমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতার করা হবে।
সৈকত দাশ/এমবিআর/জেআইএম