ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লামায় আওয়ামী লীগ নেতা হত্যায় আটক ১

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৪ জুলাই ২০১৯

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. আলমগীরকে কুপিয়ে হত্যার ঘটনায় মং সৈ মারমা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) সকালে সরই ইউনিয়নের পার্শ্ববর্তী লোহাগাড়া থেকে ওই যুবককে আটক করা হয়।

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আলমগীর লুঙ্গি পরে মোটরবাইক নিয়ে হাসানভিটা এলাকার বাগানবাড়ির সামনে আসতেই গতিরোধ করে ১৫-২০ জনের একটি দল। তারা সেখানেই তাকে চাপাতি দিয়ে কুপিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, ঘটনার পর তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ফেলে যায়। পুলিশ সেই মোটরসাইকেলের সূত্র ধরেই মং সৈ মারমাকে আটক করে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেল্লা রাজু নাহা জানান, কী কারণে আলমগীরকে খুন করা হয়েছে তা তদন্ত করছি। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবানে সোমবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে রোয়াংছড়িতে ব্রাশ ফায়ার করে তারাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মংমং থোয়াইকে গুলি করে হত্যা করে। সে ঘটনার একদিন না পেরোতেই মঙ্গলবার রাত ১১টার দিকে লামার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীরকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সৈকত দাশ/এমএমজেড/এমকেএইচ

আরও পড়ুন