নদীতে ভেসে এলো নারীর মাথাবিহীন লাশ
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে মাথাবিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টায় রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ধানঘড়া ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার ধানঘড়া ব্রিজের নিচে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ গিয়ে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা ভিড় জমায়।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র কুমার জানান, সংবাদ পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির মাথা নেই। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি নদীতে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস