মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংর্ঘষে নিহত ১
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় ট্রাক-পিকআপ সংর্ঘষে এক পিকআপ মালিক নিহত হয়েছেন। তার নাম মো. ইউনূছ আলী (৪৫)। তিনি শিবালয়ের নিহন্দ গ্রামের মো. এয়াকুব আলীর মেজ ছেলে এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশারের বড় ভাই।
নিহত ইউনূছের ভাই ছাত্রলীগ নেতা আবুল বাশার জাগো নিউজকে জানান, সোমবার ভোর ছয়টার দিকে নিজের পিকআপে চালকের পাশে বসে বরংগাইলে যাচ্ছিলেন ইউনূছ। টেপড়া খালেক চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংর্ঘষ হয়। সংর্ঘষে ইউনূছ ঘটনাস্থলেই মারা যান। তবে অক্ষত রয়েছে পিকআপ চালক।
পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না