ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ওরা জানে না ওদের বাবা-মা পৃথিবীতে নেই

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৫ আগস্ট ২০১৯

তায়েবারা এখনও জানে না তাদের বাবা মা কোথায় আছে? শুধু বাড়িতে খুঁজে বেড়াচ্ছে আর সবাইকে বলছে মা কোথায়, বাবা কোথায়? প্রিয় মা বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে এতিম হওয়া তিন ভাই-বোন।

শিশু তায়েবা (২) বিজয় (৭) ও জুই (৯) এর বাবা জাহাঙ্গীর এবং মা তাসলিমা রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম দেওহাটা নামক স্থানে বাস চাপায় মারা যান। একই সঙ্গে নিহত হন রিকশাচালক রফিকুল ইসলাম সরবেশ।

রোববার সকালে উপজেলার চান্দুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর তার স্ত্রী তাসলিমা তাদের শিশুপুত্র বিজয়কে নিয়ে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে আসেন। বিজয়ের চিকিৎসা শেষে জাহাঙ্গীর দম্পতি ব্যাটারি চালিত রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কদিম দেওহাটা নামক স্থানে বাস চাপায় স্ত্রীসহ রিকশা চালক রফিকুলের মৃত্যু হয়।

নিহতদের লাশ ময়নাদতন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে স্বামী-স্ত্রী সড়ক দুর্ঘনায় মারা যাওয়ার পর তাদের তিন শিশু সন্তান তায়েবা, বিজয় ও জুই এখন এতিম হয়ে মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে। তারা এখনও জানে না তাদের বাবা-মা কোথায় আছে। জুই চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং বিজয় শিশু শ্রেণির ছাত্র। তায়েবা কোলের শিশু।

নিহত জাহাঙ্গীরের ভাবী মধুমালা বেগম জানান, তায়েবা বিজয় ও জুই এখনও জানে না তাদের মা-বাবা কোথায় আছে। বাড়িতে তারা শুধু মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে।

এস এম এরশাদ/এমএএস/জেআইএম

আরও পড়ুন