কিশোরগঞ্জে নৌকাডুবে নিখোঁজ ৩
ফাইল ছবি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাকুরিয়া হাওরে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার ভোরে কলমা ইউনিয়নের কাকুরিয়া এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ যাত্রীরা হলেন, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. আফতাব (৩০), একই এলাকার জামাল মিয়ার ছেলে সোহেল (৩০) ও রজব আলী (৪০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকাযোগে ৯ যাত্রী মিঠামইন উপজেলার ঘাগড়া যাচ্ছিল। ভোর ৪ টার দিকে অষ্টগ্রামের কাকুড়িয়া হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় তিন যাত্রী।
অষ্টগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
নূর মোহাম্মদ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের