জলাশয়ে মিলল নিখোঁজ কিশোরের লাশ
ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর নুরুল কবির (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার দোছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শীলঘাট ফুট্টাঝিরিকুম এলাকার জলাশয়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল কবির শীলঘাট এলাকার হাকিম শরীফের ছেলে ও স্থানীয় ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বড়শি দিয়ে মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি নুরুল। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার রাতে ফুট্টাঝিরিকুম এলাকার জলাশয় থেকে ভাসমান অবস্থায় নুরুলের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নুরুলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
আরএআর/এমকেএইচ