ফরিদপুরে সিপিবির অবস্থান কর্মসূচি
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি এবং তা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সরকার যুক্তিহীন ও বেআইনীভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে গাড়ি ভাড়া, জিনিসপত্রের দাম আরো বেড়ে যাবে। তাই বর্ধিত মূল্য প্রত্যাহারে দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি কানাই গাঙ্গলী, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লায়েক, জেলা যুব ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু