হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
লালমনিরহাটে বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসন (০৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলার স্থানীয় মাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এসময় স্থানীয় জনতা বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস হাতীবান্ধার স্থানীয় পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার পাশ দিয়ে স্কুল যাওয়ার পথে মাইক্রোবাসটি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।
নিহত শিশুটি পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। সে উপজেলার পূর্ব সারডুবী গ্রামের লাবলু হোসেনের ছেলে।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান