ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাতির অস্ত্রের আঘাতে প্রাণ গেল নানির

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১২:০৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জ সদর উপজেলায় নাতির ধারালো অস্ত্রের আঘাতে ওজেদা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দেড়কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওজেদা ওই গ্রামের আবদুস ছাত্তারের স্ত্রী।

নিহতের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, রোববার সন্ধ্যার দিকে নাতি সিয়ামের সাথে নানি ওজেদার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুড়াল দিয়ে নানির মাথায় আঘাত করে সিয়াম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, নিহতের মরদেহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এমএসএইচ

আরও পড়ুন