জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে সুরাইয়া (৫) এবং আঁখি আক্তার (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সুরাইয়া ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং আঁখি আক্তার (৪) বকশীগঞ্জ উপজেলার পাগলা পাড়া গ্রামের আল আমিনের মেয়ে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো বোন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্ব কান্দারচর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসা আঁখি আক্তার রোববার সকালে মামাতো বোন সুরাইয়ার সঙ্গে তাদের বাড়ির পাশে খেলছিল। সবার অগোচরে হঠাৎ তারা পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মিলছিল না।
তিনি আরও বলেন, এক পর্যায়ে দুপুরের দিকে ওই ডোবায় দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আসমাউল আসিফ/এমএমজেড/এমএস