সাতক্ষীরায় ট্রাকচাপায় বাসের হেলপার নিহত
সাতক্ষীরায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মেহেদী হাসান (২৫) নামে এক বাস শ্রমিক (হেলপার) নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইটাগাছা মোড় এলাকায় বাকাল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বাস শ্রমিক মেহেদী হাসান কালিগঞ্জ থেকে বাসযোগে এসে বাকাল পুলিশ ফাঁড়ির সামনে বাস থেকে নামেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করবে না বলে থানা পুলিশকে জানিয়ে দেয়া হয়েছে। তাই কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।
আকরামুল ইসলাম/এমবিআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের