ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ট্রাকচাপায় বাসের হেলপার নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

সাতক্ষীরায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মেহেদী হাসান (২৫) নামে এক বাস শ্রমিক (হেলপার) নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইটাগাছা মোড় এলাকায় বাকাল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বাস শ্রমিক মেহেদী হাসান কালিগঞ্জ থেকে বাসযোগে এসে বাকাল পুলিশ ফাঁড়ির সামনে বাস থেকে নামেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করবে না বলে থানা পুলিশকে জানিয়ে দেয়া হয়েছে। তাই কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

আকরামুল ইসলাম/এমবিআর/এমএস