৪৯ বছরের কাঠের সেতুটি এখন মরণ ফাঁদ
সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের বেত্রাবতি নদীর ওপর নির্মিত মুরারিকাটি কাঠের সেতুটি সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। অর্ধশতাব্দীতেও কাঠের সেতুর পরিবর্তে নতুন পাকা সেতু নির্মাণের দাবি পূরণ হয়নি।
জানা গেছে, ৪৯ বছর আগে মুরারিকাটি গ্রামের তৎকালীন জমিদার তারক নন্দী এলাকার উন্নয়নে বেতনা নদীর ওপর লোহার ফ্রেম ও কাঠের পাটাতন দিয়ে দক্ষিণ মুরারিকাটি সেতু নির্মাণ করেন। এরপর থেকে দক্ষিণ মুরারিকাটি, গোপিনাথপুর, পাথরঘাটা, ঘর চালা, কাশিয়াডাঙা ও কুমারনল গ্রামের এলাকার মানুষের সঙ্গে কলারোয়া বাজার ও পৌর সদরের সঙ্গে সেতু বন্ধন হিসেবে কাজ করছে সেতুটি।
১৯৫৬ সালে সেতুটি ভেঙে গেলে দুর্ভোগে পড়েন এ অঞ্চলের হাজার হাজার মানুষ। পরবর্তীতে এলাকাবাসী বাঁশ ও কাঠ দিয়ে সেতুটি মেরামত করে কোনোরকমে এলাকার যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রেখেছেন। বর্তমানে সেতুটি চরম ঝুঁকিতে রয়েছে। অনেক স্থানে কাঠের পাটাতন উঠে গেছে। লোহার কাঠামোর অবস্থাও একই রকম। মরিচা পড়ে অংশ বিশেষ খসে পড়ছে।

স্থানীয়রা জানান, কলারোয়া উপজেলা সদরে যাতায়াতের দ্রুততম মাধ্যম এই সেতু দিয়ে প্রতিদিন দক্ষিণ মুরারিকাটি, গোপিনাথপুর, পাথরঘাটা, ঘর চালা, কাশিয়াডাঙা ও কুমারনল গ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের। তবে এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই।
এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেত্রাবতি নদীর উপর টেকসই সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকরামুল ইসলাম/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের