কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ২
কুষ্টিয়া শহর ও দৌলতপুরে পৃথক অভিযান চালিয়ে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে র্যাব-১২ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ সকল তথ্য জানান কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব।
আটক রাজীব (২৫) শহরের দেশওয়ালীপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে ও আশিক (২২) দৌলতপুর উপজেলার রেফায়েতপুর এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, রাজীব দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানের কাছে মোবাইল ফোনে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে বাড়িতে বিভিন্ন ব্যক্তিদের ডেকে এনে নারীদের দিয়ে অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা আদায় এবং বিদেশে লোক পাঠানোর নাম করে অনেক নিরীহ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করারও অভিযোগে রয়েছে।
এ সকল অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে শহরের দেশওয়ালীপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। অপর আরেকটি অভিযানে দৌলতপুর উপজেলার রেফায়েতপুর এলাকা থেকে দেশিয় তৈরি শার্টারগানসহ আশিক নামে একজনকে আটক করে র্যাব।
আল-মামুন সাগর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল