নীলফামারীতে অপহৃত স্কুলছাত্রী ৮ মাস পর উদ্ধার : আটক ১
নীলফামারীর ডিমলায় স্কুলছাত্রী অপহরণের ৮ মাস পর উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে সৈয়দপুরের খাতা মধুপুর থেকে অপরহণকারী গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের খাতা মধুপুর থেকে অপহরণকারী মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। মিন্টু মিয়াকে নিয়ে অভিযান চালিয়ে নীলফামারীর সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বডুয়া শেখ পাড়া থেকে অপহৃত স্কুলছাত্রী রেনু আক্তারকে উদ্ধার করা হয়। অপহৃতার ডাক্তারি পরীক্ষা নীলফামারী আধুনিক হাসপাতালে মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিমলার খগা বড়বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী চলতি বছরের ২১ জানুয়ারি স্কুল আসার পথে অপহৃত হয়। নীলফামারীর সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বডুয়া শেখ পাড়ার আনছার আলীর ছেলে মিন্টু মিয়া (৩০) তাকে অপহরণ করে। মিন্টু মিয়া ডিমলার বিভিন্ন এলাকায় ফেরি করে চুড়ি ফিতা বিক্রি করত। দিনে ফেরি করে বিক্রির পর রাতে খগা বড়বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থান করত। সে সূত্রে উক্ত বিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলে ঘটনার দিন মাইক্রোবাসে অপহরণ করে।
এ ব্যাপারে দেলোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে নীলফামারী আদালতে নারী শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী/০৩ এর ৭, ৯(১) ধারায় মামলা দায়ের করে। আদালত মামলাটি নথিভুক্ত করে তদন্তের জন্য ডিমলা থানাকে নির্দেশ প্রদান করেন।
অপহৃতা ওই ছাত্রী জাগো নিউজকে জানায়, মিন্টু মিয়াসহ অপরিচিত ৪জন স্কুল আসার সময় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে প্রথমে নীলফামারী নিয়ে যায়। তারপর ঢাকা নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে দীর্ঘ ৮ মাস কাটিয়েছে। মিন্টু মিয়া সেখানে রিকশা চালাত। তার প্রথম স্ত্রী ফেন্সি আক্তার ও ২ সন্তান থাকার পরও মিথ্যা প্রলোভন দেখিয়ে জোরপূর্বক বিয়ে করেছে।
ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাবুদ্দিন জাগো নিউজকে জানায়, মিন্টু মিয়া বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়েছিল। ঢাকায় ২ দফা অভিযান চালানো হলেও তাকে আটক করতে পারেনি।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা নীলফামারী আধুনিক হাসপাতালে সম্পন্ন করার জন্য মঙ্গলবার পাঠানো হয়েছে। অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জাহেদুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান