হতাশায় যুবকের ট্রেনের নিচে ঝাঁপ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সুমন (৩০) নামে এক যুবক। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ফতুল্লার দাপা ইদ্রাকপুর কবরস্থান রোড এলাকার নওয়াব আলী রাজমিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, সুমন একজন মাদকাসক্ত। দুই বছর ধরে বেকার হয়ে ভবঘুরের মতো জীবনযাপন করতেন। হতাশা ও পরিবারের বকাঝকার কারণে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার পর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা সুমনের মরদেহ নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকি নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেন দাপা এলাকায় আসা মাত্র ট্রেনের নিচে ঝাঁপ দেন সুমন। এর আগে তিনি পাশে পাথরের স্তূপে দাঁড়িয়েছিলেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহতের স্বজনরা একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শাহাদাত হোসেন/আরএআর/এমকেএইচ