ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় ১২ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৯

নারায়ণগঞ্জ শহরের দিগুবাবু বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় অভিযান চালিয়ে তিন পেঁয়াজ বিক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অন্য দোকানিদের সতর্ক করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন ও ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান হাওলাদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন বলেন, বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকের নির্দেশে দিগুবাবুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি মুদির দোকানদার ও দুজন খুচরা পেঁয়াজ বিক্রেতা ২৩০ থেকে ২৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছিলেন। পাশাপাশি পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় তাদের তিনজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম