শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় জেল কারারক্ষী নিহত
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় জেলা কারাগারের কারারক্ষী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গীর মোড় সিটি আধুনিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও জেলা কারাগার সূত্রে জানা যায়, শরীয়তপুর-ঢাকা মহাসড়কের সিটি আধুনিক হাসপাতালের সামনে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে মারা যান জেল কারারক্ষী মো. উজ্জল মিয়া (২৮)। এক পথচারী রাস্তা পারাপার হওয়ার সময় তাকে বাঁচাতে নিহত মো. উজ্বল মিয়া তার মোটরসাইকেলের শক্ত ব্রেক করলে রাস্তায় উপর পড়ে যান। তার পেছন দিক থেকে আসা গ্লোরী পরিবহনের একটি বাস তার মাথার উপর দিয়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়। গ্লোরি পরিবহনের গতিরোধ বেশি থাকায় গাড়িটি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত মো. উজ্জল মিয়ার বাবার নাম আবুল হোসেন। বাড়ি শেরপুর থানার বাশের চর গ্রামে। নিহতের ১মাস ১৫ দিন বয়সী এক সন্তান রয়েছে। উজ্জলের কারারক্ষী নং ১৩১৭২। ঘাতক বাসটিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
শরীয়তপুর পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
শরীয়তপুর জেলা কারাগারের জেলার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বেপরোয়া গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে জেল কারারক্ষী মো. উজ্জল মিয়া নিহত হন।
মো. ছগির হোসেন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি