ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বনের এক ইঞ্চি জায়গাও বেদখল থাকবে না’

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বনের এক ইঞ্চি জায়গাও যদি বেদখল থাকে তা দখল মুক্ত করা হবে। সেই জায়গায় আবার গাছ লাগানো হবে। ভবিষ্যতে যেন আর কেউ বন বিভাগের জায়গা দখল করার সাহস না পায় তার জন‌্য বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর ধামইরহাট জাতীয় উদ্যান আলতাদিঘী শালবন পরির্দশন শেষে বন বিভাগের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন- দেশের আয়তনের ২৫ ভাগ বন করতে হবে। সেই লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে আরও অনেক কষ্ট করতে হবে। তাই দেশের স্বার্থে, জাতির স্বার্থে, পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের বন বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে শতভাগ ব্লক ইটের ব্যবহার শুরু করা হবে। ফসলি জমিতে ইটভাটা বন্ধ ও মাটির ব্যবহার কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ বছর ১০ ভাগ ও ২০২০ সালে ৩০ ভাগ ব্লক ইট ব্যবহার শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্র্ষিকীতে সারাদেশে এক কোটি গাছ রোপণ করা হবে। আর শুধু গাছ লাগালে চলবে না, পরিবেশ রক্ষায় যা যা করা দরকার সবই করতে হবে।

নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদের সভপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, বগুড়া সামাজিক বন অঞ্চল বন সংরক্ষক জগলুল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, ধামইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, বিট কর্মকর্তা আব্দুল মান্নান, রেঞ্জ বিট কর্মকর্তা ফরহাদ জাহান লিটন, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, পাইকবান্ধা রেঞ্জের বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানে সামাজিক বনায়নের ১৫৬ জন উপকারভোগীদের মাঝে ২ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আব্বাস আলী/এমবিআর/এমএস