নিজ বাড়িতে ধর্ষণের শিকার কলেজছাত্রী
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজ বাড়িতে এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. সাব্বিরকে আটক করেছে পুলিশ। আটক সাব্বির আশুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ওই কলেজছাত্রীর সঙ্গে সব্বিরের পূর্ব পরিচয় ছিল। সোমবার রাতে সাব্বির ওই কলেজছাত্রীর বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় ওই কলেজছাত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে তার বাবা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেয়া হলে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ধর্ষণের ঘটনায় ওই কলেজছাত্রী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল