চাঁদপুরে ইলিশ নিধনের দায়ে ২৩ জেলের কারাদণ্ড
চাঁদপুরের মেঘনায় মা ইলিশ নিধনের অপরাধে ২৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা ও উপজেলা টাকফোর্স যৌথভাবে মঙ্গলবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত মেঘনার বহরিয়া ,হরিনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ২৩ জেলেকে আটক করে।
একই সঙ্গে ১০ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও মা ইলিশসহ বিভিন্ন জাতের এক মণ মাছ জব্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এ নিয়ে জেলার গত চার দিনে নিষেধাজ্ঞার সময় ৫১ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হলো। আগামী ৯ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
ইকরাম চৌধুরী/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ