বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার
ঝালকাঠির বাসন্ডা খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে এক বৃদ্ধের মরদেহ বাসন্ডা ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে সঙ্গীয় ফোর্স ও উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পানিতে ডুবতে দেখি। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে আবার মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।
তিনি আরো জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহে কোনো দাগ কিংবা ক্ষত চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ