নোয়াখালীতে নৌকাসহ আটক ৪ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে থেকে আটক ১৫ জেলের মধ্যে চারজনের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট পঙ্কজ বড়ুয়া দণ্ডাদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার জাল এবং একটি মাছ ধরার নৌকা ১৫ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের মধ্যে সালাউদ্দিন (৩০), এমরান উদ্দিন (৩৫), ফিরোজ উদ্দিন (৩২) ও মো. জিসানকে (২৮) এক মাসের করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অন্যদের মধ্যে আব্দুল মালেক, অলিউদ্দিন, মহিউদ্দিন, লিটন উদ্দিন, শাহনেওয়াজ, নুরউদ্দিন, রাহাদ উদ্দিন, শরীফ হোসেন, রিয়াজ উদ্দিন, মো. শরীফ ও মো. ফয়সলসহ ১১ জেলের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়া আলী মোবারক কল্লোলের জিম্মায় ছেড়ে দেয়া হয়। আটক সকলের বাড়ি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামে।
উপজেলা মৎস্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী জানান, নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরছে জেলার-এমন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সহকারি কমিশনার (ভূমি) পংকজ বুড়য়া কোস্টগার্ড-পুলিশের যৌথ টিম অভিযান চালান। এ সময় পাঁচ হাজার মিটার জাল ও মাছ ধরার নৌকাসহ ১৫ জেলেকে আটক করা হয়।
কেউ যাতে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ না ধরতে পারে সে লক্ষে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
মিজানুর রহমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ