মিনায় পদদলিত হয়ে পাবনার দুই হাজির মৃত্যু
ফাইল ছবি
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে পাবনার দুই হাজির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবারের লোকজন।
নিহতরা হলেন, সুজানগর উপজেলার চব্বিশ মাইল গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার স্ত্রী রাবেয়া বেগম এবং সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়িয়া গ্রামের মৃত আ. জব্বার মোল্লার ছেলে আ. ছাত্তার মাস্টার (৬০)।
এদিকে, নিহত রাবেয়া বেগমের ভাতিজা রাজন মিয়া জানান, হজ পালনরত অবস্থায় মিনায় পদদলিত হয়ে তিনি মারা গেছেন। তার সঙ্গে থাকা আত্মীয়-স্বজন ও সহযাত্রীরা মুঠোফোনে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, আ. ছাত্তার মাস্টারের ভাই আ. ছামাদ জানান, গত ৫ সেপ্টেম্বর পবিত্র হজ পালন করতে তিনি ঢাকা ত্যাগ করেন। গত ২৪ সেপ্টেম্বর মিনায় পদদলিত তার মৃত্যু হয় বলে জানান তিনি।
তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। হাজী আ. ছাত্তার দীর্ঘ দিন উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের জগনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন।
এ ঘটনায় নিহত হাজিদের পরিবারে চলছে শোকের মাতম।
একে জামান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ