নেত্রকোনায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
নেত্রকোনায় হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঠানপাড়া গ্রামের হাছেন আলীকে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে চারুলিয়া গ্রামের মফিজ খাঁ ও মো. ধান শরিফ দেশীয় অস্ত্র দিয়ে খুন করে। ঘটনার পর নিহতের স্ত্রী মোছা. শামছুন্নাহার বাদি হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে উক্ত আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। আদালত সাক্ষ্য প্রমাণের শেষে আজ এ রায় প্রদান করেন।
কামাল হোসাইন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৯ জেলেকে অপহরণ
- ২ ‘হাসিনা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না’
- ৩ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ৪ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৫ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত