ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুর জেলা প্রেসক্লাবের জলিল সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে সকল পদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচন কমিশনার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা তাদের নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে ফজলে এলাহী মাকাম (এস এ টিভি/আজকালের খবর), এ বি এম আমিনুল ইসলাম লিটন (ডেইলি স্টার), হুমায়ুন কবির (যায়যায় দিন), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন (মানবজমিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি), দপ্তর সম্পাদক তানভীর আজাদ মামুন (চ্যানেল নিউজ ২৪/স্বদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক তানভীর আহাম্মেদ হীরা (দীপ্ত টিভি), সাহিত্য সম্পাদক শামীম আলম (মাই টিভি), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ এ কে মাহমুদুল হাসান দারা (প্রবীণ সাংবাদিক), অ্যাডভোকেট ইউসুফ আলী, কামাল হোসেন (অবজারভার), এম সুলতান আলম (বাংলাদেশ টুডে), শুভ্র মেহেদী (ডিবিসি নিউজ/বাংলাদেশ প্রতিদিন), শোয়েব হোসেন (যমুনা টিভি/দৈনিক দেশ রূপান্তর), লিয়াকত হোসেন লায়ন (বাংলা টিভি)।

সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক মীর আনসার আলী, জেলা পরিষদ সদস্য নাঈম রহমান, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, উদীচী’র সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, টিআইবি’র এরিয়া ম্যানেজার আরিফ হোসেন, লালন একাডেমীর সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।

এছাড়াও নির্বাচনে ২০২১ সালের জন্য দৈনিক যায়যায় দিন প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী সভাপতি এবং যমুনা টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি শোয়েব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আসমাউল আসিফ/এমএএস/পিআর