ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠেলাগাড়ি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২৫

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০

ঠেলাগাড়ি দিয়ে বোরো ধানের চারা নেয়াকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার বনতিয়শ্রী গ্রামে দুপক্ষের সংষর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (০৪ জানুয়ারি) রাতে ওই এলাকার করিম ও সাইদুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত নুশাদ, এরশাদ, হারেস, রোকেয়া, রতন, ওয়াসিম, সফুরা আক্তার, রোকন, হান্নান, জেলন, মোমেন, করিম ও খোকনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আহত সাইদুল, সনু মিয়া, আশাদুল, রেবেকা, সাগর, হবুল মিয়া, হান্নান, সবিকুল, তাহের, ঋতু আক্তার, হালিমা ও আঙ্গুরা বেগমকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মদন উপজেলার বনতিয়শ্রী গ্রামের আব্দুল বারেকের ছেলে সাইদুলের ঠেলাগাড়ি তাকে না বলে একই গ্রামের রাশিদের ছেলে করিম বোরো ধানের চারা ভর্তি করে হাওরে নিয়ে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে শনিবার সন্ধ্যায় স্থানীয় মাইজপাড়া মসজিদের সামনে দুপক্ষের সংঘর্ষ লেগে যায়। এতে নারীসহ দুপক্ষের ২৫ জন আহত হয়।

এ ঘটনায় আহত সাইদুলের মা খালেদা আক্তার বাদী হয়ে শনিবার রাতে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় নূরে আলম, বুলবুল আহম্মেদ, রুবেল, মাসুম, আনোয়ার মিয়া ও পল্লী চিকিৎসক হানিফ মিয়াকে হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কামাল হোসাইন/এএম/এমএস