যুবলীগ নেতার পায়ের রগ কাটল দলীয় কর্মীরা!
চাঁদাবাজির অভিযোগে রাঙ্গামাটি পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. নাসিরকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) রাতে শহরে হ্যাপির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক হ্যাপির মোড় এলাকা থেকে নাসিরকে জোর করে প্রত্যাশা ক্লাব এলাকায় ধরে নিয়ে যায়। ওই যুবকদের মধ্যে কয়েকজন চিহ্নিত বখাটে। সেখানে নাসিরকে ব্যাপক মারধর ও কুপিয়ে পায়ের রগ কেটে দেয়া হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালের নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদ হোসেন রনি জানান, গুরুতর আহত নাসির এখনও অপারেশন থিয়েটারে। তার পায়ের রগ কেটে দেয়া হয়েছে এবং মাথায়ও কোপানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টি দলীয় গ্রুপিংয়ের কারণে হয়েছে বলেই জেনেছি। এই ব্যাপারে অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।
এদিকে এর আগে দুপুরে স্থানীয় একটি গণমাধ্যমের কাছে নাসির দাবি করেন- দলীয় গ্রুপিং এবং ফরেস্টরোডের দোকানের প্লট নিয়ে বিরোধের কারণেই দখলবাজরা তাকে ‘অমূলক ও মিথ্যা’ অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এ সময় তিনি কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতার নামও উল্লেখ করেন।
সাইফুল উদ্দিন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার