জামালপুরে মার্কেটে আগুন
জামালপুর শহরের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিউটি প্লাজা নামে ইলেকট্রনিক্স সামগ্রীর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আফসার উদ্দিন জানান, রাত সাড়ে ১১টার দিকে শহরের বিউটি প্লাজায় মো. হাবিবুর রহমান রতনের ঢাকা টেলিকম নামে মোবাইল সামগ্রীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ার আগেই জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা যায়নি। মশার কয়েল কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএআর/এমএস