পলাশবাড়ীতে ইউনিয়ন বিএনপি সেক্রেটারি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে সোমবার রাত ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দেবত্তর কলাগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান হোসেনপুর ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা আব্দুল মান্নান নাশকতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। গোপন খবর পেয়ে রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে আব্দুল মান্নানকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অমিত দাশ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু