ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই কেজি স্বর্ণের পর তিন কেজি রুপাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৬ মার্চ ২০২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্তে তিন কেজি ভারতীয় রুপাসহ মেজবাহ উদ্দীন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দমদম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেজবাহ উদ্দীন উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের নুর ইসলামের ছেলে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই ইস্রাফিল ও এএসআই সাগর হোসেন অভিযান চালায়। অভিযানকালে মেজবাহ উদ্দীনের দেহ তল্লাশি করে তিন কেজি রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার দাম প্রায় এক লাখ ২০ হাজার টাকা।

তিনি বলেন, গ্রেফতার মেজবাহ উদ্দীন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীর্ঘদিন শ্রমিক হিসেবে এসব কাজ করে আসছেন। এসব রুপা কলারোয়া উপজেলা সদরের একটি দোকানে দেয়ার কথা ছিল তার। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তে দুই কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আকরামুল ইসলাম/এএম/পিআর