সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে
বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। এর আগে কোনো সরকার এতো কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আবাসন প্রকল্প মাঠে এক জনসভায় এ মন্তব্য করেন মন্ত্রী।
বিএনপি ও জামায়াতের সমালোচনা করে মন্ত্রী বলেন, এসব দলগুলো এখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জেলা প্রাশাসক বেগম সায়মা ইউনুস প্রমুখ।
এর আগে মন্ত্রী দামুড়হুদায়স্থ আট বীর শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সরেজমিন পরিদর্শন করেন।
সালাউদ্দিন কাজল/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ